ইবোলা ভাইরাসের আক্রমণে গত দুই মাসে কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে মৃতের সংখ্যা একশ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানায়, ১১৯ জনের ইবোলায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ৪১ জন এই রোগ থেকে সেরে উঠেছেন।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) ইবোলার এই ভয়াবহ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির জরুরি তৎপরতা বিভাগের উপমহাপরিচালক পিটার সালামা বলেন, আমরা ৬৯ জনের মর্মান্তিক মৃত্যু অতিক্রম করেছি। বেশ কিছু বড় বিপত্তি এই জরুরি পরিস্থিতিকে বাধাগ্রস্ত করছে।
দুই মাস আগে দেশটির উত্তর কিভু অঞ্চলে প্রাণঘাতী ইবোলা ছড়িয়ে পড়ে। ওই এলাকায় সশস্ত্র বিদ্রোহীদের কারণে ইবোলা প্রতিরোধ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। কঙ্গোর সীমান্তবর্তী দেশ উগান্ডাও এখন ইবোলার আক্রমণের হুমকির মুখে রয়েছে।
পিটার সালামা আরো বলেন, সামনের কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে একাধিক বিপত্তির ফলে ভয়াবহভাবে ইবোলা ছড়াতে পারে বলে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দশকের পর দশক হত্যা আর সহিংসতায় আতংকিত সাধারণ জনগণের একটি অংশের মধ্যে অবিশ্বাস কাজ করছে। নির্বাচনের আগে বিভিন্ন গোষ্ঠী নানাভাবে তাদের ব্যবহার করছে। কুসংস্কার ও অনাস্থার কারণে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানাচ্ছে তারা।
জয়নিউজ/আল্পনা/জুলফিকার