চসিকের এডিপি বাস্তবায়ন ৯৬ শতাংশ

বার্ষিক উন্নয়ন পরিকল্পনার (এডিপি) ৯৬ শতাংশ বাস্তবায়নে সক্ষম হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রোববার (১২ জুলাই) দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে জুম অ্যাপে আলোচনাকালে এ তথ্য জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম জানান, এডিপির বাস্তবায়নে ঢাকার দুই সিটি করপোরেশনের চেয়ে চসিক অনেক বেশি এগিয়ে। তাই মন্ত্রী মহোদয় সন্তোষ প্রকাশ করেছেন।

- Advertisement -google news follower

কোরবানির হাটে স্বাস্থ্যবিধি
করোনাভাইরাস প্রতিরোধে আসন্ন ঈদুল আজহার পশুর হাটে সামাজিক দূরত্ব নিশ্চিতের কড়া নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি বলেন, প্রয়োজনে পশুর হাট বাড়াতে হবে। লোকসমাগম কমাতে এখনই পরিকল্পনা সাজাতে হবে। পশুর ক্রেতা-বিক্রেতাদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে।

- Advertisement -islamibank

এ প্রসঙ্গে মেয়র মন্ত্রীকে বলেন, পশুর হাটে স্বাস্থ্য বিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হচ্ছে। পশুর হাটে বিনামূল্য হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরিকল্পনা রয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM