সড়ক বাতিতে সোয়া দুই কোটি টাকার বেশি সাশ্রয় চসিকের

‘ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের দিয়ে নগরের সড়ক বাতির সুইচ পরিচালনার ফলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বার্ষিক বেতন-ভাতা ও বিদ্যুৎ বাবদ সোয়া দুই কোটি টাকারও বেশি টাকা সাশ্রয় হচ্ছে।’

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে থিয়েটার ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এই তথ্য জানান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -google news follower

মেয়র বলেন, সড়ক বাতি জ্বালানো-নেভানোর বর্তমান পদ্ধতির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ১৯৯৪ সালের আগে চসিকের দৈনিক ভিত্তিক লোকবল দ্বারা সুইচ অফ-অন করার ব্যবস্থা ছিল। একই ব্যক্তি দ্বারা ১০/১৫টি সুইচ অফ-অন করায় দৈনিক কমপক্ষে ২ ঘণ্টা বিদ্যুৎ অপচয় হতো। তবে বর্তমান পদ্ধতিতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি করপোরেশনের আর্থিক সাশ্রয় হচ্ছে।

চসিকের বিদ্যুৎ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর গোলাম মো. জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমেদ, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কান্তি দাশ, প্রকৌশলী আনোয়ারুল হক চৌধুরী ও জাহিদুল আলম চৌধুরী প্রমুখ।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM