চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কোভিড-১৯ শনাক্তকরণ ল্যাবের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টায় চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের পক্ষে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান পিপিই গ্রহণ করেন। এসময় চবি রেজিস্ট্রার তার সংক্ষিপ্ত বক্তব্যে মেয়রকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জনি, চবি ছাত্রলীগ নেতা রাজু মুন্সী, সাবেক সহ-সম্পাদক সাদেক হোসাইন টিপু, ছাত্রলীগ নেতা নেছারুল করিম ও নায়েম উদ্দিন উপস্থিত ছিলেন।