নগরের কাঁচা বাজারগুলোতে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। সবজিতে কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে নিত্যদিনের সবজি আলু, টমেটো ও কাঁচা মরিচের দাম। ১২০ টাকার উপরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ আর টমেটোর দাম পূরণ করেছে শতক। আলু বিক্রি হচ্ছে কেজিতে ৩৫ টাকা ।
ক্রেতাদের অভিযোগ নানা অজুহাতে সবজির দাম বাড়ানো হয়েছে। তবে বিক্রেতারা বলছেন, গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
শুক্রবার (১৭ জুলাই) নগরের রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউরি, চকবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
এছাড়া সবজির বাজারে কাঁকরোল ৩০-৩৫ টাকা, বরবটি ৩৫-৪০ টাকা, ঝিঙ্গা ৩০ টাকা, চিচিঙ্গা ২৫ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, শসা ২৫ টাকা, বেগুন ৪০ টাকা, লাউ ২৫ টাকা, পেঁপে ৫০ টাকা, কুমড়ার ২৫-৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০-৪০ টাকা ও গাজর ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে প্রতি আটি পুঁইশাক ২০ টাকা, মুলাশাক ১৫ টাকা, পালং শাক ২০ টাকা, লালশাক ১০ টাকায় এবং লেবু প্রতি ডজন ৩০-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে মাছের মধ্যে প্রতিকেজি তেলাপিয়া ১৫০-১৬০ টাকা, কৈ ২০০ ,রুই মাছ ২৫০ টাকা, কাতাল ৩০০, চিংড়ি ৪৫০-৬৫০ টাকা, লইট্যা ১৩০, সুরমা ২৮০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১২০ টাকা, লেয়ার ২৫০ টাকা বিক্রি হচ্ছে। প্রতিকেজি গরু ৭০০ টাকা ও খাসির মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে ।
জয়নিউজ/পিডি