কা্প্তাইয়ের চিৎমরম ইউনিয়নের পাহাড়ের পাদদেশে ছোট ছোট জমি। গেল কিছুদিনের বৃষ্টিতে জমি পানিতে টইটম্বুর। কৃষিকাজ করে জীবন চালানো পাহাড়ি মারমা সম্প্রদায়ের নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়লেন জমিতে।
জমিতে লাঙল দিয়ে আইল বেঁধে জমির প্রস্তুত করে ফেললেন নিমিষেই। এরপর বীজতলায় থাকা চারাগুলো বপন করতে শুরু করলেন। কেউ কারো থেকে কম যান না, নারী-পুরুষের হাত চলে সমানতালে।
কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধ বিহারের সামনে খেকে বৃহস্পতিবার (১৬ জুলাই) ছবিগুলো তোলা।