জলজটে হাসপাতাল, বিপাকে রোগীরা

৪০ বছর ধরে নগরবাসীর চিকিৎসায় আস্থার এক নাম আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতাল। বিশেষ করে প্রসূতি মা ও শিশুর চিকিৎসায় কম খরচে আধুনিকমানের সেবা পাওয়ার এটিই একমাত্র ভরসা সবার। প্রতিদিন হাসপাতালে বহির্বিভাগে রোগীর নিত্য ভিড় লেগে থাকে। এ চাহিদাকে লক্ষ্য রেখে হাসপাতাল কর্তৃপক্ষও বাড়িয়েছে সেবার পরিধি।

- Advertisement -

জলজটে হাসপাতাল, বিপাকে রোগীরা

- Advertisement -google news follower

তবে জোয়ার আর বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় মাঝেমধ্যেই বন্ধ থাকে নিচতলার চিকিৎসাসেবা। বিশেষ করে বর্ষার সময় প্রায়ই নিচতলার জরুরি বিভাগ, অভ্যর্থনা বিভাগ, টিকিট কাউন্টার, লিফট রুম, বহির্বিভাগ, প্রশাসনিক বিভাগ ও এবাদতখানা পানিতে ডুবে থাকে।

জলজটে হাসপাতাল, বিপাকে রোগীরা

- Advertisement -islamibank

তাই ভাঙা রাস্তা, হাঁটু পানি পেরিয়ে হাসপাতালে এসেও রোগী ও স্বজনদের পড়তে হয় সীমাহীন ভোগান্তিতে। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে চারপাশ উঁচু করেও সুফল মেলেনি। নতুন সম্প্রসারিত ভবনটিতে নিচতলার কার্যক্রম স্থানান্তর করলে এর থেকে নিস্তার পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২০ জুলাই) সকালে ছবিগুলো তোলা।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM