করোনা মহামারির কারণে একটু দেরিতেই হলেও আজ বৃহস্পতিবার থেকে কোরবানির পশু বেচাকেনা শুরু হচ্ছে। এজন্য সাতটি নির্ধারিত পশুর হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে এসেছে ব্যাপারীরা। হাটগুলোতে দুই দিনের মধ্যে আরো গরু আসবে। ফলে এবার যোগান বেশি থাকায় গরুর দামও থাকবে হাতের নাগালে।
এদিকে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও পরিছন্নতা কার্যক্রমসহ সার্বিক বিষয় তদারকির জন্য ৭টি মনিটরিং টিম গঠন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এছাড়া হাটে খুঁটি বাণিজ্য নিয়ন্ত্রণ, জাল টাকা রোধসহ যেকোনো অপরাধ দমনে সচেষ্ট থাকবেন পুলিশ সদস্যরা। ৩১ জুলাই পর্যন্ত পর্যন্ত চলবে এ সাত পশু হাটের বেচাকেনা।
কর্ণফুলীর মইজ্জ্যারটেকের আবাসিক সিডিএ গরুর বাজার থেকে তোলা ছবি।