টানা ৬৫ দিন পর বৃহস্পতিবার (২৩ জুলাই) আবার সাগরে ভেসেছে জেলেদের নৌকা। অলস জেলেপাড়ায় আবার ফিরেছে প্রাণচাঞ্চল্য।
বর্ষা মৌসুমে নদীতে পানি বৃদ্ধি পেলে ইলিশ সাগর ছেড়ে নদীর দিকে ছুটে। তখন বেশি ইলিশ ধরা পড়ে জেলেদের।
গত সোমবারের অমাবস্যার প্রভাবে উপকূলের নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তাই নদী ও সাগর মোহনায় জেলে নৌকাগুলো করছে রূপালি ইলিশের অন্বেষণ।
শুক্রবার (২৪ জুলাই) ভোর হতেই নগরের ফিশারিঘাটে ভিড়ে ইলিশে ভর্তি কয়েকটি নৌকা। রূপালি ইলিশে ঝিকমিক করতে থাকে পুরো বাজার। কৌতুহল নিয়ে ক্রেতারাও উঁকি দিচ্ছেন সেখানে।
তবে শুরুতেই রূপালি ইলিশের এ অনন্য স্বাদ পেতে পকেট থেকে খসাতে হবে কিছু বাড়তি টাকা।
জেলেরা জানালেন, নিষেধাজ্ঞা শেষে প্রথমদিন বাজারে ইলিশ এসেছে তাই স্বাভাবিকভাবে দাম বাড়তি থাকবেই। কয়েকদিন পর সব জেলে নৌকাগুলো ফিরলে দাম কমতে শুরু করবে।
শুক্রবার সকালে নগরের ফিশারিঘাট থেকে ছবিগুলো তোলা