নগরের বহদ্দারহাট ফ্লাইওভার থেকে বিভিন্ন মালবাহী যানবাহনে চাঁদা আদায় করার সময় মো. আলমগীর হোসেন (৩২) ও মো. আজগর হোসাইন (৩৭) নামে দুই যুবককে আটক করেছে র্যাব।
শনিবার (২৫ জুলাই) সকালে বহদ্দারহাট-কালুরঘাটমুখী ফ্লাইওভারের নীচ থেকে তাদের আটক করা হয়।
আটক আলমগীর বি-বাড়িয়ার নবীনগরের মেরাতলী গ্রাম ও বর্তমানে নগরের বায়েজিদ থানার আমিন জুট মিলস (বজলুর রহমানের বাড়ি) বজলুর রহমানের ছেলে ও আজগর বাঁশখালীর পাইরাং গ্রাম ও নগরের চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথার (তাহের সাহেবের কলোনী) মো. আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট-কালুরঘাটমুখী ফ্লাইওভারের নীচে সাউদান সিএনজি লিমিটেডের সামনে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মো. আলমগীর হোসেন ও মো. আজগর হোসাইনকে আটক করা হয়।
পরে তারা জিজ্ঞাসাবাদে জানায় নগরের বিভিন্ন মালবাহী যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।