ব্রাজিলে এক সপ্তাহেই করোনায় আক্রান্ত ৩ লাখ!

টানা চারদিন ধরেই প্রতিদিনই ৫০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ব্রাজিলে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা।

- Advertisement -

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশটিতে আরও ৫১ হাজার ১৪৭ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ২১১ জন। ফলে ব্রাজিলে এখন পর্যন্ত মারা গেছে মোট ৮৬ হাজার ৪৪৯ জন।

- Advertisement -google news follower

দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৯৬ হাজারের বেশি। গত কয়েকদিনে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই ৫০ হাজার পার করেছে।  এক সপ্তাহেই দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লাখ ২১ হাজার ৬২৩।

কঠোর পদক্ষেপের অভাবে দেশটিতে করোনার সংক্রমণ বাড়ছেই। দেশটিতে প্রথম থেকেই সরকারের খামখেয়ালিপনায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সম্প্রতি তিনি করোনা থেকে সেরে উঠেছেন।

- Advertisement -islamibank

সূত্র: সিএনএন

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM