জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪ টায় ঢাকার এপোলো হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৪৯ বছর।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এক শোক বার্তায় তিনি বলেন, শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। বাবু একজন দায়িত্বশীল ও নিবেদিত প্রাণ নেতা ছিলেন। দলের সকল সংকটকালে তিনি সাহসী নেতৃত্ব দিয়েছেন। বাবু ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত হয়ে জাতীয় পর্যায়ের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই অসময়ে চলে যাওয়া আমাদের জন্য বড় কষ্টের। বাবুর মৃত্যুতে দল একজন সাহসী নেতাকে হারাল। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হবে তা সহজে পূরণ হবার নয়। দলের প্রতি তার অবদান বিএনপি আজীবন স্মরণে রাখবে।
তিনি শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জয়নিউজ/কাউছার/পিডি