সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে নগরের ৪১ ওয়ার্ডে এলইডি বাতি স্থাপন করেছি। পুরনো সোডিয়াম বাতির বদলে এখন অত্যাধুনিক বিদেশি এলইডি বাতির আলোতে পুরো নগর ঝলমল হয়ে ওঠে।
মঙ্গলবার (২৮ জুলাই) উত্তর খুলশী আবাসিক এলাকায় সাড়ে তিন কিলোমিটার সড়কে এলইডি বাতি স্থাপন কাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নগরের শতভাগ আলোকায়নের উদ্দেশ্য নিয়ে কাজ করেছি। নগরের প্রতিটি সড়কে স্থাপন করেছি এলইডি বাতি। এলইডি বাতির কারণে প্রতি মাসে বিপুল পরিমাণ বিদুৎ খরচ সাশ্রয় হচ্ছে। নগরের রাস্তাঘাটে আলোর পরিমাণ আগের চেয়ে অনেকগুণ বেড়েছে।
তিনি আরো বলেন, এলইডি বাতি স্থাপনের পর শহরের অতি অন্ধকারাচ্ছন্ন স্থানসমূহে কমেছে অপরাধ প্রবণতা। নারী, পুরুষ, বৃদ্ধ ও প্রতিবন্ধীরা অবাধে হাঁটাচলা করছে শহরের একপ্রান্ত হতে অন্যপ্রান্তে।
এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোরশেদুল আলম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কান্তি দাশ ও নাছিরাবাদ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান।