ঈদুল আজহায় ফেসবুকে ক্রিকেটারদের শুভেচ্ছা

মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক প্লাটফর্ম ব্যবহার করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে ভুল করেননি বাংলাদেশের ক্রিকেটাররাও।

- Advertisement -

ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের কুরবানি ও সকল ভালো কাজ কবুল করেন এবং দুনিয়া ও আখেরাতে তার পুরস্কার দান করেন।’

- Advertisement -google news follower

সাকিব আল হাসান লিখেছেন, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আযহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে। ঈদ মোবারক।’

তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘চলুন আমরা সবাই ত্যাগের মৌলিক দিকটি বুঝি এবং সকল অহংকার ত্যাগের মাধ্যমে এবারের ঈদ উদযাপন করি। এই ঈদে আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক এই দোয়া করি। ঈদ মোবারক।’
এছাড়া বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলম ভিডিও বার্তায় বলেন, ‘পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক। আশা করছি, এই ঈদটিও আপনারা পরিবারের সঙ্গে আনন্দের সঙ্গে উপভোগ করছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ মোবারক।’

- Advertisement -islamibank

করোনার কারণে প্রায় চার মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে ক্রিকেট বন্ধ। তাই ক্রিকেটাররাও এই সময়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে, ঈদের পর দলীয়ভাবে অনুশীলনে ফেরানো হতে পারে ক্রিকেটারদের। কারণ, সামনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM