শুধু পানি দিয়েই নির্মূল হবে করোনা!

করোনাভাইরাস সংক্রমণরোধে ওষুধ ও টিকা আবিস্কারে হিমশিম খাচ্ছে পুরোবিশ্ব। এ অবস্থায় করোনাভাইরাসকে শুধু পানি দিয়ে নির্মূল করা যেতে পারে বলে করেছে রুশ বিজ্ঞানীরা।

- Advertisement -

সাইবেরিয়ার নভোসাবিরস্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজির বিজ্ঞানীরা এ দাবি করেন।

- Advertisement -google news follower

রুশ সংবাদমাধ্যম স্পুটনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা পানির সংস্পর্শে এসে ২৪ ঘণ্টার মধ্যে করোনাভাইরাসের ৯০ শতাংশ কণা ধ্বংস হয়ে যায়। আর ৭২ ঘণ্টার মধ্যে ভাইরাসটির প্রায় ৯৯ দশমিক ৯ শতাংশ কণা ধ্বংস হয়।

গবেষণায় আরও দেখা গেছে, লবণ পানিতে করোনাভাইরাস বংশবৃদ্ধি করতে পারে না। তবে কিছুক্ষণ সক্রিয় থাকতে পারে। সে সময় পানির তাপমাত্রার উপর নির্ভর করে ভাইরাসের আয়ু।

- Advertisement -islamibank

বিজ্ঞানীরা আরো জানান, এই ধরনের পানিতেও দ্রুততার সঙ্গে ধ্বংস হয় ভাইরাস। ফুটন্ত পানির সংস্পর্শে এলে করোনাভাইরাস সম্পূর্ণভাবে এবং সঙ্গে সঙ্গে নিশ্চিহ্ন হয়ে যায়।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM