স্পেনের সাবেক রাজা জুয়ান কার্লোস দেশ ছেড়েছেন দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে।
দেশটির রাজপ্রাসাদ সূত্রে মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির অভিযোগে একটি মামলায় জড়িত থাকার কারণে তদন্তের মুখোমুখি হওয়ার কয়েকদিনের মাথায় দেশটির ৮২ বছর বয়সী সাবেক ওই রাজা এ সিদ্ধান্ত নিয়েছেন।
জুয়ান কার্লোস তাঁর ছেলে ফিলিপের মাধ্যমে তার দেশ ছাড়ার ঘোষণাটি দিয়েছিলেন। ছয় বছর আগে ছেলে ফিলিপের হাতেই তিনি দায়িত্ব দিয়ে অবসরে যান।
জুয়ান কার্লোস বলেন, যদি প্রসিকিউটরদের তার জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তাহলে যথাসময়ে তিনি হাজির হবেন।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে দ্রুতগতির একটি রেলচুক্তি হওয়া দুর্নীতির সঙ্গে জুয়ান কার্লোসের জড়িত থাকার অভিযোগে গত জুনে তদন্ত শুরু করে স্পেনের সুপ্রিম কোর্ট।
জয়নিউজ/পিডি