বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য বর্তমানে আশঙ্কামুক্ত। এ বিস্ফোরণে আহত ২১ জনের মধ্যে কিছুটা সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১১ জন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল-করিম শাম্মী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
লেবাননে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত নৌসদস্য বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। আহত ২১ জনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১১ জন বলে আইএসপিআর থেকে জানানো হয়।
এছাড়া এ বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত চার বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে।
জয়নিউজ/পিডি