মুজিববর্ষে বঙ্গবন্ধুর আরো এক খুনিকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এছাড়া বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠিও দিয়েছেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুক্রবার ( ৭ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, করোনায় আক্রান্ত হয়ে যারা দেশে ফিরেছেন তাদের কাজে লাগাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে দুই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত চার বাংলাদেশির লাশ ফিরিয়ে আনা হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের তো না আনার কোনো কারণ নেই। তবে সেখান থেকে আমাদের দেশে সরাসরি কোনো ফ্লাইট নেই। তা ছাড়া এ মুহূর্তে লাশ আনতে খরচও অনেক বেশি, প্রায় ১২ হাজার ডলার। তারপরও বিষয়টি নিয়ে আমাদের চিন্তা-ভাবনা চলছে।
জয়নিউজ/বিআর