সীতাকুণ্ডের জঙ্গলসলিমপুর সার্বজনীন বৌদ্ধ বিহারের ঘেরার জালে আটকে গেছে ১০ ফুট লম্বা অজগর সাপ।
শনিবার ( ৮ আগস্ট) সকালে খাবারের সন্ধানে পাহাড়ের নীচ থেকে উপরে উঠে আসে এমন তথ্য জানান স্থানীয়রা।
প্রায় দুই তিন ঘণ্টা জালে আটকে থাকে অজগরটি। এসময় পাহাড়ে আটকে থাকা অজগরকে দেখার জন্য ভীড় জমান স্থানীয়রা। পরে অজগর সাপটিকে জাল কেটে বের করা হয় এবং পাহাড়ে অবমুক্ত করা হয়।
শনিবার ( ৮ আগস্ট) সকালে ছবিটি তুলেছেন বাচ্চু বড়ুয়া।