চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মেডিকেল সেন্টার আধুনিকায়ন এবংকরোনা আক্রান্তদের চিকিৎসাসেবায় অনুদান দিল চবি এলামনাই এসোসিয়েশন গ্লোবাল। চবি এলামনাই এসোসিয়েশনের পক্ষে চবি নর্থ আমেরিকান এলামনাই এসেসিয়েশন ৪ লাখ টাকার অনুদান দেন।
চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের কাছে এ চেক হস্তান্তর করেন নর্থ আমেরিকান এলামনাই এসোসিয়েশনের সদস্য চবি লোক প্রশাসন বিভাগের প্রফেসর হোসাইন কবির ও এসোসিয়েশনের সদস্য আবদুল জব্বার।
মঙ্গলবার(১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম শহরের চবি চারুকলা ইনস্টিটিউটে এ চেক হস্তান্তর করা হয়।
চবি উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, চবি এলামনাই এসেসিয়েশন গ্লোবালের নেতারা প্রবাস জীবনে থেকে দেশের এ ক্রান্তিকালে যে উদারতার পরিচয় দিচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। উপাচার্য তাঁদের এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
চবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন এবং করোনা আক্রান্তদের চিকিৎসায় অনুদান দেওয়ায় এসোসিয়েশনের নেতাদের তিনি ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন চবি ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. সুলতান আহমেদ, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরী, হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর আলম ও সেকশন অফিসার মো. মুজিবুর হোসেন।