করোনার তিনটি ভ্যাকসিন পরীক্ষামূলক বিভিন্ন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার ( ১৫ আগস্ট) সকালে দেশটির ৭৪তম স্বাধীনতা দিবসে তিনি একথা জানান।
ভ্যাকসিনের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে তিনটি ভ্যাকসিন। যখন বিজ্ঞানীরা সবুজ সংকেত দেবেন, তখনই আমরা উৎপাদন শুরু করবো। অল্প সময়ের মধ্যে কীভাবে ভ্যাকসিন প্রত্যেক ভারতীয়ের কাছে পৌঁছে দেওয়া যায়, এর জন্য আমরা রোডম্যাপ তৈরি করেছি।
লাল কেল্লা থেকে টানা সপ্তমবার স্বাধীনতা দিবসে বক্তব্য রাখলেন মোদি, তবে আবহ ঠিক গত কয়েক বছরের মতো ছিল না। খুব কম সংখ্যক অতিথি এসেছিলেন এবং তাদের প্রত্যেকের মুখে ছিল মাস্ক। স্কুলের শিশুরা ছিল না। অন্তত ছয় ফুট দূরত্ব বজায় রেখে আসন সাজানো হয়েছিল এবং মিলিটারি ড্রিলেও ছিল সামাজিক দূরত্ব।
স্বাধীনতা দিবসের ভাষণে শুরুতেই করোনাযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান মোদি।