বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে ২ হাজার ৬৪৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৩ হাজার ৬৩৫ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮ জনের। এ পর্যন্ত ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে ভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ১২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।
মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৪ জন পুরুষ, ১০ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাড়িতে ৩ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১-৪০ বছরের ১ জন, ৪১-৫০ বছরের ২ জন, ৫১-৬০ বছরের ৯ জন ও ৬০ বছরের বেশি ২২ জন।
সবচেয়ে বেশি ১৬ জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ১ জন।