করোনা মহামারির মধ্যেই ঝটিকা সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানায়, ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমান পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা তাঁর সংক্ষিপ্ত ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। গত মার্চের পর এনিয়ে দ্বিতীয়বার ঢাকা সফরে আসছেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা নিয়েই শ্রিংলা ঢাকায় আসছেন।
২০১৯ সালে শেখ হাসিনার ভারত সফরের সময় মোদির সঙ্গে তাঁর শেষ সাক্ষাৎ হয়। এরপর নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) দুই দেশের সম্পর্কে কিছুটা বিরূপ প্রভাব তৈরি করেছে।
সম্প্রতি বাংলাদেশি পণ্যে চীনের দেওয়া শুল্ক ছাড়ের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় নরেন্দ্র মোদি দুই নিকট প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার ওপর জোর দেন। মূলত সে বার্তা নিয়েই ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন বলে ধারণা করা হচ্ছে।
জয়নিউজ/পিডি