হাটহাজারীতে অবৈধভাবে সরকারি গাছ কেটে বাঁশের ভেলার সঙ্গে বেঁধে অভিনব কায়দায় পাচার করার সময় ১৫৪ পিস সেগুন কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার ফরহদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের ফকিরটিলার জনৈক নাছিরের বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মর্তা (ইউএনও) রুহুল আমিন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে এসব কাঠ জব্দ করা হয়।
ইউএনও রুহুল আমিন জয়নিউজকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেরে মন্দাকিনী খাল দিয়ে অভিনব কায়দায় অবৈধভাবে সরকারি বাগানের ৭/৮ ফুট দৈর্ঘ্যের ১৫৪ পিস সেগুন কাঠ পাচারকালে জব্দ করি।
তিনি আরও বলেন, এর আগে আমাদের উপস্থিতি টের পেয়ে এ অবৈধ কাজের সঙ্গে জড়িতরা খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে এ ঘটনায় বন সংরক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তারা বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে তিনি জানান।
এসময় ইউএনওর সঙ্গে ফরহদাবাদ ইউনিয়নের মন্দাকিনী বিট অফিসের ফরেস্টর আতিকুল ইসলামসহ বন বিভাগের কর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।