চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লাইন্সে বিভাগীয় পুলিশ হাসপাতালের শতবর্ষী ঐতিহ্যবাহী দ্বিতল ‘হেরিটেজ ভবন’-এর সার্বিক সংস্কার শেষে উদ্বোধন করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় দামপাড়ায় উদ্বোধন শেষে সিএমপি কমিশনার হেরিটেজ ভবনের সার্বিক সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন।
১৯১৫ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী এই ভবনটি সংস্কার কার্যক্রম শেষে আধুনিক সুবিধা সম্বলিত ৫০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতালে রূপান্তরিত হয়। করোনাভাইরাস মোকাবিলায় সম্মুখ যোদ্ধা সিএমপির সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তায় গ্রহণ করা হয় এই বিশেষ উদ্যোগ। পুলিশ সদস্যদের চিকিৎসায় ইসিজি, এক্সরে, এসসিইউ ছাড়াও এখানে নারী ও শিশুদের চিকিৎসায় রয়েছে আলাদা ওয়ার্ড। এক জন সিনিয়র ডাক্তারের অধীনে ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন রোগীদের সার্বক্ষণিক চিকিৎসার দায়িত্বে।
উল্লেখ্য, নগরবাসীকে করোনাভাইরাসের সংক্রমণমুক্ত রাখতে সিএমপি শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সিএমপি বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় স্থাপন করেছে সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল। আল মানাহিল ফাউন্ডেশনের সহায়তায় স্থাপন করেছে আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল।
উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।