১৫ আর ২১ আগস্ট হামলা একই সূত্রে গাঁথা: আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, স্বাধীনতার পরাজিত অপশক্তি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ১৫ জন সদস্যকে হত্যা করে। তাদের হাত থেকে নিষ্পাপ শিশু রাসেল পর্যন্ত বাঁচতে পারেনি।

- Advertisement -

তবে ভাগ্যক্রমে বিদেশে থাকায় জাতির জনকের দুই কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে যান। সে দিনের সেই একই শক্তি প্রিয় নেত্রীকে হত্যা করার জন্য ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালায়।— যোগ করেন সাবেক মেয়র নাছির।

- Advertisement -google news follower

শনিবার (২২ আগস্ট) বিকেলে ইপিজেড মোড় বে শপিং সেন্টার চত্বরে জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে গ্রেনেড হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে আলোচনা সভা হয়। সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির বলেন, যে অপশক্তি ৭৫’র ১৫ আগস্ট ঘটিয়েছে সেই একই শক্তিই ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী। ন্যাক্কারজনক এই হামলার মামলায় বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী চক্রের ১৯ আসামির ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। তারেক জিয়াসহ আরো ১৯ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে মোট ৪৯ জনের সাজা হয়েছে। আমি সরকারের কাছে সাজাপ্রাপ্ত আসামিদের দ্রুত শাস্তি বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাই।

- Advertisement -islamibank

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগ সহসভাপতি শফর আলী।

ইপিজেড থানা হকারলীগ সভাপতি মো ডালিমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে ইপিজেড থানা আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আবু তাহের, নগর শ্রমিক লীগের সহসভাপতি কামাল উদ্দিন চৌধুরী, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. এয়াকুব, সদস্য সচিব মো. মিরন হোসেন মিলন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক ইয়াসির আরাফাত বক্তব্য রাখেন।

এছাড়াও সভায় চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. আলমগীর, বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, শ্রমিক নেতা মো. জাহাঙ্গীর বেগ, এয়ার মো. খোকন, মো. ফিরোজ আল মামুন, মো. রফিকুল ইসলাম, মো. ইয়াসিন, মো. শিপন, মো. বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM