করোনায় মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে চট্টগ্রামে

চট্টগ্রামে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ২৯৪ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ২১ জন নগরের ও ১১ জন বিভিন্ন উপজেলার।

- Advertisement -

এ নিয়ে চট্টগ্রামে ১৬ হাজার ৪৩৭ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নগরে ১ জন ও উপজেলায় ১ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ২৬৩ জন। একইসময়ে ৪১ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৯০৭ জন।

- Advertisement -google news follower

রোববার (২৩ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জয়নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬ জনের নমুনায় ৪ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৩ জন নগরের ও ১ জন উপজেলার বাসিন্দা। বিআইটিআইডিতে ১২৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ২ জনের ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

- Advertisement -islamibank

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৮২ জনের নমুনায় নগরের ১২ ও উপজেলার ৮ জনের করোনা মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৭ জনের নমুনার মধ্যে নগরের ১ জনের করোনা পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬ জনের করোনা পরীক্ষা করে কারও মধ্যে রোগটি পাওয়া যায়নি। বেসরকারি শেভরণে ২৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩ ও উপজেলার ১ জনের করোনা পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে আক্রান্তদের মধ্যে চন্দনাইশের ১, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ২, হাটহাজারীর ৩ ও সীতাকুণ্ডের ২ জন রয়েছেন।

জয়নিউজ/এসআই

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM