বান্দরবানের থানচিতে আগ্নেয়াস্ত্রসহ অংথুই চিং মারমা (৪৫) নামে এক পাহাড়ি যুবককে আটক করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা, একটি চাইনিজ চাকু ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
আটক অংথুই থানচির প্রুসা পাড়ার বাসিন্দার মৃত মং শৈ থোয়াই মারমার ছেলে।
বুধবার (২৬ আগস্ট) সকালে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়ন এলাকায় ইঞ্জিন নৌকায় বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১০ হাজার নিষিদ্ধ ইয়াবা, একটি চাইনিজ চাকু ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানচি থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিপাড়া বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার লে. কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জয়নিউজকে বলেন, গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ পাহাড়ি যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জয়নিউজ/আলাউদ্দিন/বিআর