করোনা: বিশ্বজুড়ে আরও ৪ হাজার ২শ’ মৃত্যু

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব কোনোভাবেই থামানো যাচ্ছে না। বাড়ছে দিন দিন মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ২শ’ প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাসটি।

- Advertisement -

এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে ৮ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে ২ কোটি ৫৪ লাখের মতো মানুষ। একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় সোয়া দু’লাখ।

- Advertisement -google news follower

জানা গেছে, মহামারীতে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। দু’দেশেই রোববার প্রাণহানি নেমে আসে ৪শ’র নিচে। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত পৌনে ৬২ লাখ মানুষ। করোনায় এ পর্যন্ত প্রায় ১ লাখ ২১ হাজার মৃত্যু দেখেছে ব্রাজিল। আক্রান্ত পৌনে ৩৯ লাখ।

এদিকে মৃত্যুতে বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ মেক্সিকোতে প্রাণহানি ৬৪ হাজার ছাড়িয়েছে। পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে কলম্বিয়া, পেরু, আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার দেশগুলোতে।

- Advertisement -islamibank

জুনের পর প্রথম রেকর্ড ১৭শ’র বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। এছাড়া সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে ইউরোপের দেশ ফ্রান্সে।

জয়নিউজ/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM