ফটিকছড়িতে অবৈধ বালু মহালে অভিযান, জরিমানা

ফটিকছড়িতে অবৈধ বালু মহালে অভিযান চালিয়ে রাসেল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালি এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে ধুরুং খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে এ জরিমানা করা হয়। এছাড়া ড্রেজার মেশিন ও জব্দকৃত বালু বাজেয়াপ্ত করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নিউজকে বলেন, যত্রতত্র অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ভাঙন বৃদ্ধি পাচ্ছে। ফলে নদীর পাড়ে বসবাসরত মানুষের বাড়িঘর হুমকির সম্মুখীন হচ্ছে। অন্যদিকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। সুতরাং যেখানে অবৈধ বালু উত্তোলন করা হবে, সেখানে অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থ বিরোধী কাজ এবং এর সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের সঙ্গে কোনো আপোষ নেই।

জয়নিউজ/ফয়সাল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM