অবৈধভাবে জাহাজ কাটায় লাখ টাকা জরিমানা

নগরের পতেঙ্গা এলাকায় অবৈধভাবে জাহাজ কাটার অপরাধে মো. ইউসুফ নামে এক জাহাজ মালিককে লাখ টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এ জরিমানা করেন।

- Advertisement -google news follower

অভিযানে জাহাজ মালিকের তিন প্রতিনিধিকেও আটক করা হয়। তারা হলেন- বরিশালের বাবুগঞ্জের মো. এনায়েত (৫০), ক্রেনচালক নোয়াখালীর হাতিয়ার মো. আবুল কালাম (২৭) ও সহকারী ক্রেনচালক মো. রায়হান (২৪)।

চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্টেট গৌতম বারৈ বলেন, মালিকপক্ষ অবৈধভাবে লাইটার জাহাজটি কেটে নিয়ে যাচ্ছিল। আমরা জানতে পেরে অভিযান পরিচালনা করি। এই জাহাজ কর্তৃপক্ষের কাছে বন্দরের এক লাখ টাকা পাওনা রয়েছে। সেগুলোও পরিশোধ করেননি জাহাজের মালিক। এছাড়া অবৈধ জাহাজ কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -islamibank

উল্লেখ্য, জাহাজটি গত ২১ জুন ভুট্টা নিয়ে চট্টগ্রাম থেকে যশোর নোয়াপাড়া যাচ্ছিল। চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজটির তলা ফেটে গেলে জাহাজটি কাটার উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়।

জয়নিউজ/কাউছার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM