উপহার পাঠালেন প্রধানমন্ত্রী, সেই ছয়ফুলকে আর ঘানি টানতে হবে না

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের ছয়ফুল ইসলাম। একটি গরুর অভাবে গত ২৫ বছর ধরে নিজেই ঘানি টানতেন। স্ত্রী মোর্শেদা বেগমও তাঁকে সহযোগিতা করতেন।

দরিদ্র এই দম্পতি প্রতিদিন পাঁচ-ছয় ঘণ্টা ঘানি টেনে তেল ও খৈল উৎপাদন করেন। আর তা বিক্রি করে তিন সন্তানসহ পাঁচ জনের সংসার চলে।

- Advertisement -

গত ৯ সেপ্টেম্বর এ নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি নজরে পড়ে মানবদরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

- Advertisement -google news follower

ঘানি টানার ইতি টানতে ছয়ফুল-মোর্শেদা দম্পতিকে একটি গরু উপহার দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা। একইসঙ্গে গরুটির রক্ষণাবেক্ষণ ও ঘানি মেরামতের জন্য দিয়েছেন ১০ হাজার টাকাও।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লালমনিরহাটের জেলা প্রশাসক গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার একটি গরু ও ১০ হাজার টাকা ছয়ফুল ইসলামকে হস্তান্তর করেন।

- Advertisement -islamibank

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM