স্ত্রীকে কুপিয়ে ৯৯৯-এ ফোন, পালানোর সময় গ্রেপ্তার স্বামী

সাতকানিয়ায় স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করার পর ৯৯৯-এ ফোন করে পুলিশকে নিজেই জানান স্বামী আবদুর রহিম (৪৫)। খবর পেয়ে পুলিশ আহত নুসরাত শারমিন রিনিকে (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালেও শেষ রক্ষা হয়নি। রাত ১০টার দিকে চমেকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে পালানোর সময় স্বামী আবদুর রহিমকে গ্রেপ্তার করে পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এমন লোমহর্ষক ঘটনাটি ঘটেছে উপজেলার ফকিরপাড়ায় এলাকায়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার আবদুর রহিম নিজেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে দাবি করলেও তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, রহিমের বাড়ি সাতকানিয়ার ফকিরপাড়ায় হলেও দীর্ঘদিন বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বসবাস করতেন। তিনি সেখানে শিক্ষকতা করতেন।

- Advertisement -islamibank

এবিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জয়নিউজকে বলেন, রহিম স্ত্রীকে কোপানোর পর বোনের বাড়িতে তার সন্তানদের দিয়ে আসেন। পরে ৯৯৯-এ ফোন করে স্ত্রীকে কোপানোর কথা জানিয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে গ্রেপ্তার করে। আহত রিনিকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। রহিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM