কাউন্সিলের মাধ্যমে পরবর্তী আমির নির্বাচন: বাবুনগরী

কাউন্সিলের মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের পরবর্তী আমির নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী

- Advertisement -

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি একতা বলেন।

- Advertisement -google news follower

বাবুনগরী বলেন, আল্লামা আহমদ শফীর অভাব পূরণ হওয়ার নয়। ওনার মতো তো আর মানুষ পাওয়া যাবে না। আমার দায়িত্ব হলো এখন কাউন্সিল ডাকা। কাউন্সিল যে সিদ্ধান্ত নেবে ওটাই হবে। কাউন্সিল যাকে আমির নির্ধারণ করবে তার নেতৃত্বেই হেফাজত এগিয়ে যাবে। আপাতত আমি মহাসচিব হিসেবে দায়িত্ব চালিয়ে যাবো।

হেফাজত আগের মতো ঐক্যবদ্ধ থাকবে কিনা এমন প্রশ্নে হেফাজত মহাসচিব বলেন, অবশ্যই। আমরা ঐক্যবদ্ধভাবে আমিরের দেখানো পথে হেফাজতকে এগিয়ে নিয়ে যাবো।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে ১৯১৬ সালে জন্মগ্রহণ করেন শাহ আহমদ শফী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত আল্লামা আহমদ শফী হেফাজতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM