ইরানে মদ্যপানে ২৭ জন নিহত!

ইরানে অবৈধভাবে উৎপাদিত মদ পান করে ২৭ জন নিহত হয়েছে। গুরুতর অসুস্থ হয়েছে প্রায় ৩০০ জন। রোববার (৩০ সেপ্টেম্বর) দেশটির জরুরি সেবা সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা জারি থাকা ইরানে এমন ঘটনা অস্বাভাবিক। প্রচুর পরিমাণে মদের বোতল ও মাদক উদ্ধার করে ধ্বংস করেছে ইরানি পুলিশ।

- Advertisement -

ইরানের জরুরি সেবা সংস্থার কর্মকর্তা মোজতাবা খালেদির বরাতে রোববার ইরানিয়ান লেবার নিউজ এজেন্সি (আইএলএনএ) জানায়, এখন পর্যন্ত দেশটির পাঁচটি প্রদেশে ১৭৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

- Advertisement -google news follower

ইরানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান নাগরিকদের জন্য মদ্যপান নিষিদ্ধ হওয়ায় দেশটিতে ঘরে তৈরি মদ সহজলভ্য এবং গোপনে এর বেচাকেনা হয়। দেশটির পুলিশ মাঝেমধ্যেই মদ বিক্রি বন্ধে অভিযান চালায়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে দেশটিতে মদ্যপান নিষিদ্ধ করা হয়।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM