সমুদ্রপথে ১১ দেশ থেকে আসবে পেঁয়াজ। এসব দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) নিয়েছেন আমদানিকারকরা। ওই ১১ দেশ হলো- ভারত, পাকিস্তান, মিয়ানমার, চীন, মিশর, তুরস্ক, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, সাউথ আফ্রিকা ও ইউক্রেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৪ হাজার ২২৪ টন পেঁয়াজ আমদানির জন্য ১৩টি আইপি ইস্যু হয়েছে। গত ২২ দিনে ১ লাখ ৩৮ হাজার ৯৬৫ টন পেঁয়াজ আমদানির জন্য ইস্যু হয়েছে ৩০৫টি আইপি। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত এসব দেশ থেকে সমুদ্রপথে পেঁয়াজ আনবেন আমদানিকারকরা।
জয়নিউজ