বেসরকারি কারাপরিদর্শক আজিজুর রহমান আজিজ বলেন, জয়নিউজ তরুণদেরকে নিয়ে কাজ করে। তারা তরুণদেরকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি কর্মকাণ্ডে অনুপ্রাণিত করতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কাজ করে। এই তরুণদের হাত ধরে জয়নিউজ একদিন চট্টগ্রামে লিড দিবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত জয়নিউজের জন্মদিনে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, জয়নিউজ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তারা তুলে ধরে। সরকারের উন্নয়নকাজে তারা যেভাবে সহযোগিতা করছে তা খুবই প্রশংসনীয়।
জয়নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চট্টগ্রামে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।