আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে প্রার্থী থাকছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের মুখোমুখি হবেন ট্রাম্প। এর মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে করফাঁকির অভিযোগ আনল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস।
পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ ও ২০১৭-এই দুই বছরে মাত্র ৭৫০ মার্কিন ডলার কর পরিশোধ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর ২০১৭ সালে নির্বাচনে জিতে হোয়াইট হাউসে প্রবেশ করেন তিনি।
ট্রাম্প ও তার কোম্পানির করফাঁকি-সংক্রান্ত একটি নথি নিউইয়র্ক টাইমসের হাতে এসেছে। ওই নথির বরাত দিয়ে পত্রিকাটি বলছে, ওই নথিতে ডোনাল্ড ট্রাম্প ও তার কোম্পানির দুই দশকের কর-সংক্রান্ত তথ্য রয়েছে। এতে দেখা যায়, বিগত ১৫ বছরের মধ্যে ১০ বছরে কোনো করই দেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
তবে করফাঁকি-সংক্রান্ত যে নথি নিউইয়র্ক টাইমসের হাতে এসেছে, তাকে ‘ভুয়া’বলে অভিযোগ অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প।
জয়নিউজ/পিডি