চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে ৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৯ জন।
চট্টগ্রামের ৭টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১৩টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৬৩টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪০০টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪৯টি নমুনা পরীক্ষা করা হয়।
চবি ল্যাবে ১১ জন, বিআইটিআইডিতে ৫ জন, চমেক ল্যাবে ১৬ জন এবং সিভাসু ল্যাবে ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন।
এদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষায় ৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষায় ১ জন এবং আরটিআরএল ল্যাবে ৪টি নমুনা পরীক্ষায় ৩ জন করোনা রোগী পাওয়া গেছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৪টি নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনা পাওয়া গেছে।
সবমিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২৪টি। নতুন আক্রান্তদের মধ্যে ৩১ জন নগরের এবং ১৩ জন উপজেলার।
জয়নিউজ/হিমেল