ডিটি রোডে চসিকের অভিযান

নগরে ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মিত ১০টি দোকান ও দোকানের বর্ধিতাংশ উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে আদায় করা হয়েছে জরিমানাও।

- Advertisement -

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিটি রোডে এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।

- Advertisement -google news follower

অভিযানকালে মাদারবাড়ির নেওয়াজ হোটেলের মোড় সংলগ্ন সিটি করপোরেশনের মার্কেটের সামনে অবৈধভাবে স্তূপ করে রাখা ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল অপসারণ করা হয়। এ সময় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে জুবিলি রোডের শাহ আমানত সিটি করপোরেশন মার্কেটের ভেতরে দোকানের সামনের করিডোর দখল করে পণ্যসামগ্রী স্তূপ করে চলাচলের পথ সংকুচিত করায় মার্কেটের ২৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -islamibank

জয়নিউজ/কাউছার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM