সপ্তাহের ব্যবধানে সবজির দামে তেমন হেরফের নেই। গেল তিন সপ্তাহের মতো এ সপ্তাহের শুরুতে সবজির দাম উর্ধ্বমুখী।
এদিকে চালের বাজারেও স্বস্তি মিলছে না ক্রেতাদের। ৪৫ টাকার নিচে কোনো চালই নেই। চাল ব্যবসায়ীরা বলেছেন. চালের সরবরাহ কম থাকায় বেড়েছে চালের দাম। যা আরো বাড়তে পারে।
এদিকে পেঁয়াজের দাম খুচরা বাজারে ৭৬ থেকে ৮০ টাকার মধ্যে উঠানামা করছে। যা নিয়েও অস্বস্তিতে রয়েছেন ক্রেতারা।
শুক্রবার (০২ অক্টোবর) নগরের চকবাজার, রেয়াজউদ্দিন বাজার ও কাজীর দেউড়ী বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
বাজারে প্রতিকেজি পেঁপে ৩৫ টাকা, বেগুন ৫০ টাকা, কুমড়া ৩০ টাকা, কাঁচামরিচ ১১০ টাকা, তিতকরলা ৬০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, টমেটো ৯০-১০০ টাকা, গাজর ৯০ টাকা ও আলু ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
চালের বাজারে প্রতিকেজি মিনিকেট ৫১ টাকা, মোটা চাল ৪৪ থেকে ৪৫ টাকায়, চিকন চাল ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে।
তবে আগের দামেই বিক্রি হচ্ছে মাছ-মাংস। বাজারে তেলাপিয়া ১২০ টাকা, রুই ১৫০ টাকা, রূপচাঁদা ১২শ টাকা, কাতলা ২০০ টাকা, চিংড়ি ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রূপালি ইলিশ কেজিতে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৭০০ টাকায়
মাংসের বাজারে প্রতিকেজি গরুর মাংস ৬০০ টাকা ও খাসির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির ১১০টাকা, লেয়ার মুরগি ২২০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে।
জয়নিউজ/হিমেল/পিডি