করোনা: নতুন আক্রান্ত ১৩৯৬

দেশব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯৬ জন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৫৪৯ জন। একইসময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরো ৩৩ জন।

- Advertisement -

শুক্রবার (০২ অক্টোবর) বিকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানায়।

- Advertisement -google news follower

সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৩৯৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জনে। একই সময়ে মারা যাওয়া ৩৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৩০৫ জনে।

এছাড়া গত একদিনে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে আরো ১ হাজার ৫৪৯ জন রোগী সুস্থ হওয়ায় এই সংখ্যাটা বেড়ে হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০৯টি ল্যাবে ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৭০ হাজার ২৫১টি নমুনা।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM