আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভবন উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে

নগরে মুরাদপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রাম উন্নয়ন কর্তপক্ষের (সিডিএ) অধিগ্রহণ বর্হিভুত ভবন উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ভবন মালিক ও ব্যবসায়ীরা।

- Advertisement -

শনিবার (১৭ অক্টোবর) সকালে মুরাদপুর-বহদ্দারহাট সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

ব্যবসায়ীরা বলেন. উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়ম বর্হিভুতভাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ব্যক্তি মালিকানাধীন চারটি ভবন ভেঙে ফেলে। এছাড়া ভবন ভাঙার আগে কোনো পূর্ব নোটিশও দেওয়া হয়নি।

এসময় সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের ওয়েল ফুডের শোরুম রক্ষার জন্যই এ ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

- Advertisement -islamibank

স্থানীয় ভবন মালিক এড. এসএম তছলিম উদ্দিন বলেন, সিডিএ বিএস রেকর্ড মতে হুকুম দখল বর্হিভূত ৭ ফুট জায়গা তাদের দখলে নিয়ে যাচ্ছে। এজন্য অধিগ্রহণের বাইরে থাকা ভবনগুলো ভাঙা শুরু করেছে। এবিষয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং জেলা প্রশাসককে লিখিত আপত্তি জানালেও তারা আমলে নেননি।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM