রামগড়ে মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বাহার উল্লাহ মজুমদারের ওপর হামলা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। রোববার (১৮ অক্টোবর) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সাবেক কমান্ডার মফিজুর রহমানের সভাপতিত্বে এতে বীর মুক্তিযোদ্ধা বাহার উল্লাহ মজুমদার অভিযোগ করে বলেন, গত ৬ অক্টোবর সোনাইপুল আল ফালাহ জামে মসজিদের সাধারণ সভায় হিসাব-নিকাশ নিয়ে কথা-কাটাকাটির পরিপ্রেক্ষিতে কতিপয় ব্যক্তি তার ওপর চড়াও হয়ে শারীরিকভাবে লাঞ্চিত করে। এতে তিনি ভীতসন্ত্রস্ত হয়ে রামগড় থানায় জিডি করেন, জিডি নং– ৪৯৫।

- Advertisement -google news follower

মুক্তিযোদ্ধা বাহার উল্লাহ মজুমদারের ওপর হামলার নিন্দা জানিয়ে সংসদের সাবেক কমান্ডার মফিজুর রহমান বলেন, স্বাধীন দেশে একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে নাজেহাল সত্যিই দুঃখজনক। অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। মুক্তিযোদ্ধা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জাফর আহমেদ, মুক্তিযোদ্ধা ভূবন মোহন ত্রিপুরা, মুক্তিযোদ্ধা মো. করিম, সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রমোদ বিহারী নাথ প্রমুখ।

জয়নিউজ/শ্যামল/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM