বেতন-ভাতাসহ ১১ দফা দাবিতে চলা নৌযান ধমর্ঘটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর অচল হয়ে পড়েছে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন আটটি সংগঠনের শ্রমিক নেতাকর্মীরা ধর্মঘটের সমর্থনে মধ্যরাত থেকেই কাজ বন্ধ রেখেছেন।
বন্দরের পার্শ্ববর্তী ১৬টি ঘাটে সকাল ৭টার পর থেকে কোনো লাইটারেজ জাহাজই বহির্নোঙরে যায়নি। আগের পণ্য খালাসে থাকা জাহাজগুলোও খালাস শেষ না করে ঘাটে ফিরে এসেছে।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর রাজধানীর শ্রম অধিদফতরের সামনে নৌশ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের মানববন্ধন থেকে এই ধর্মঘটের ডাক দেয়া হয়। এর আগে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে নৌযান শ্রমিক ফেডারেশন।
জয়নিউজ/পিডি