খুচরা বাজারে বাড়তে যাচ্ছে আলুর দাম। প্রতি কেজি ৩০ টাকা থেকে বাড়িয়ে আলুর দাম পুনর্নির্ধারণ হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (২০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। কেজিপ্রতি আলুর দাম ৩৫ টাকার মধ্যে নির্ধারণ হবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, আজ (মঙ্গলবার) বিকেলে খামারবাড়িতে কৃষি বিপণন অধিদফতরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে পুনর্নির্ধারণ করা হবে আলুর দাম। খুচরা ব্যবসায়ী, আড়ৎদার, ও বিভিন্ন মন্ত্রণালয় বসে দামটা নির্ধারণ করবে।’
গত ৭ অক্টোবর প্রতি কেজি আলুর দাম কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৩০ টাকা বেধে দেয় কৃষি বিপণন অধিদফতর।
জয়নিউজ