নগরে চলছে টানা বর্ষণ। এ অবস্থায় পাহাড়ে পাহাড়ে মাইকিং করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে অভিযান চালানো হয়েছে কাট্টলী, ফিরোজশাহ, মতিঝর্ণা, বাটালি হিল, রৌফাবাদ, আমিন জুট মিলস, ট্যাংকির পাহাড়সহ বিভিন্ন পাহাড়ে। সরানো হয়েছে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা শতাধিক পরিবারকে।
জেলা প্রশাসন সূত্রে জানায়, পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার এবিএম আজাদের নির্দেশে শুক্রবার (২৩ অক্টোবর) দিনভর অভিযান চলে। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের তত্ত্বাবধানে নগরের চারটি সার্কেলের সহকারী কমিশনাররা (ভূমি) ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে অভিযান চালান। অভিযান পরিচালনা করা চারটি সার্কেল হলো- কাট্টলী, আগ্রাবাদ, বাকলিয়া ও চান্দগাঁও।
কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ে অভিযান চালিয়েছে। এ সময় পাহাড়ে বসবাসকারী অনেক পরিবারকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।