পাকিস্তানে করোনার দ্বিতীয় ঢেউ, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

পাকিস্তানে শুরু হয়ে গেছে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এ অবস্থায় দেশটিতে জনসম্মুখে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

- Advertisement -

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

- Advertisement -google news follower

পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ফয়সাল সুলতান গণমাধ্যমকর্মীদের বলেন, পাকিস্তানে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। কয়েক দিন আগে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৪০০ থেকে ৫০০। এখন তা ৭০০ থেকে ৭৫০। বাড়ছে মৃত্যুর হারও।

এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল ‍বুধবার বৈঠক করে করোনা নিয়ন্ত্রণে কাজ করা দেশটির শীর্ষ জাতীয় কমিটি এনসিওসি। সেখানে সিদ্ধান্ত হয়, ঘরের বাইরে বের হলে সব নাগরিকের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। সব সরকারি-বেসরকারি অফিসেও মাস্ক পরতে হবে।

- Advertisement -islamibank

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM