কিশোর গ্যাং দমনে সবার সহযোগিতা প্রয়োজন: সিএমপি কমিশনার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, দমন, প্রতিরোধ যা-ই বলি সেটি করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা যেন পরস্পর পরস্পরকে তথ্য দিয়ে সহযোগিতা করি, যাতে এটির সম্মানজনক একটি সমাধানে আসতে পারি। আর এ সহযোগিতা হতে হবে কমপ্লিমেন্টারি।

- Advertisement -

শনিবার (৩১ অক্টোবর) দামপাড়া পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর এসব কথা বলেন।

- Advertisement -google news follower

সিএমপি কমিশনার বলেন, আমরা চাই সামাজিক অনুশাসনের সেই দিনটি ফিরে আসুক যেখানে বাড়ির ছেলেমেয়েরা অহেতুক আড্ডার নামে বাইরে থাকবে না। সবাই বাবা-মায়ের নজরদারিতে থাকবে। পাশাপাশি শিশু-কিশোরদের মাঠে ফিরিয়ে আনি। চট্টগ্রামে বড় সমস্যা খেলার মাঠ। আমরা যদি একসঙ্গে সবাই দাবি জানাই, তাহলে এ সমস্যা সমাধান হলে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এসএম মোস্তাক আহমদ খান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (সদর) আমির জাফর ও উপ-কমিশনার বিজয় বসাক।

- Advertisement -islamibank

অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সক্রিয় ভূমিকায় রাখা ব্যক্তিদের পুরস্কৃত করা হয়। এদিকে মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ প্রতিপাদ্য নিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। শনিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সম্মননা প্রদান অনুষ্ঠিত হয়।

সহকারী পুলিশ সুপার শামসুল আরেফীনের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল ও অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল।

জয়নিউজ/হিমেল/পিডি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM