নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে দুই মালিক কারাগারে

ভবন নির্মাণের ক্ষেত্রে সিডিএর নকশা অনুসরণ না করায় দুই ভবন মালিককে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২ নভেম্বর) সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

- Advertisement -

কারাগারে পাঠানো দুই ভবন মালিক হলেন— ডবলমুরিংয়ের আগ্রাবাদ শেখ মুজিব রোডের হোটেল ইস্টার্ন ভিউ’র মালিক মো. জসিম উদ্দিন ভূঁইয়া এবং তার স্ত্রী কহিনুর বেগম।

- Advertisement -google news follower

আদালক সূত্র জানায়, সিডিএ থেকে ২টি ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণের অনুমোদন নিলেও পরবর্তীতে ৮ তলা ও ১১ তলা করে দুটি ভবন নির্মাণ করেন মো. জসিম উদ্দিন ভূঁইয়া এবং তার স্ত্রী কহিনুর বেগম। নজরে পড়লে দুই ভবন মালিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন সিডিএ। একপর্যায়ে ওয়ারেন্ট জারি করলে আজ (সোমবার) তারা সিডিএর স্পেশাল আদালতে আত্মসমর্পণ করেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM